Definition of Electric Circuits
বিষয়:বেসিক ইলেকট্রিসিটি
Part- 4
ইলেকট্রিক সার্কিটের
সংজ্ঞা (Definition of Electric circuits) ঃ
( যে কোন পথ, যার মধ্য দিয়ে
কারেন্ট প্রবাহিত হতে পারে উহাকে সার্কিট বা বর্তনী বলে।
অথবা কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকেই সাকির্ট
বা বর্তনী বলে। )
আদর্শ সার্কিট সম্পকে ধারনা
ঃ
( একটি আদর্শ সার্কিটের
পাচটি প্রয়োজনীয় উপাদান থাকে, ) যেমন;
১। বিদ্যতের উৎস
(source) ঃ যেমনঃ
ব্যাটারি, জেনারেটর;
২। পরিবাহি (Conductor) ঃ যেমনঃ তামা
বা অ্যালুমিনিয়ামের তার, ইত্যাদি;
৩। নিয়ন্ত্ৰণ যন্ত্র (Controlling Device) ঃ যেমনঃ সুইচ;
৪। রক্ষণ যন্ত্র (Protective Device ঃ যেমনঃ ফিউজ, সার্কিট-ব্রেকার;
৫। ব্যবহার যন্ত্র (Consuming Device)
ঃ যেমনঃ বাতি, পাখা, মোটর ইত্যাদি।
ইলেকট্রিক্যাল সার্কিটের প্রকারভেদ (Different types of electric circuits) ঃ
সার্কিট সাধারণতঃ দু' প্রকার, যথা ঃ
১৷ সিরিজ সার্কিট ( series Circuit )।
২। প্যারালেল সার্কিট ( Parallel Circuit )।
( উপরোক্ত দুটি সার্কিট সমন্নয়ে আরও একটি সার্কিট হয়, যাকে সিরিজ-প্যারালেল
বা মিক্সড সার্কিট বা মিশ্ৰ সার্কিট বলে ।)
সিরিজ সার্কিটের
সংজ্ঞা (Definition series ckt) ঃ
( দু বা ততোধিক রেজিস্টর বা লোড (Load) একের পর এক সংযোগ করে
বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা হয়, যাতে কারেন্ট প্রবাহের একটিমাত্র পথ থাকে, এরুপ একটি সাকিটকে সিরিজ সার্কিট বলে।)
প্যারালেল সার্কিটের সংজ্ঞা (Definition Parallel ckts)ঃ
( একাধিক
রেজিস্টর বা লোডের প্রতিটিকে বৈদ্যুতিক উৎসের আড়াআড়িতে এমনভাবে সংযোগ করা
হয়, যাতে কারেন্ট প্রবাহের
একাধিক পথ বিদ্যমান থাকে, এরপ সার্কিটকে প্যারালেল সার্কিট বলে ।
অথবা, যখন একাধিক রেজিস্টর বা লোডের প্রতিটির এক প্রান্ত একটি সাধারণ (common) বিন্দুতে এবং অন্য
প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে সংযোগ করা
হয়, যাতে রেজিস্টর বা লোডের সংখ্যা অনুপাতে কারেন্ট এবাহের পথ থাকে, তাকে প্যারালেল সার্কিট বলে । )
মিশ্র
বর্তনীঃ
( ইহা সিরিজ ও প্যারালাল বতনীর সমন্বয়ে
গঠিত । এজন্য ইহাকে মিশ্র বর্তনী বলে ।) নিচে R1, R2, ও R3, সমন্বয়ে গঠিত
একটি মিশ্র বর্তনী দেখানো হল :
এখানে R2 ও R3 প্যারালাল ও R1 এর সহিত সিরিজ,
ফলে সার্কিটের মোট রোধ, R = R1 + R2 ।। R3.
বা,R = R1 +{ (R2*R3) ÷ (R2+R3) }
সার্কিটের মোট কারেন্ট, I = V ÷ R
সুবিধাঅসুবিধাসমূহ (Advantages &
disadvantages) ঃ
সিরিজ সার্কিট
(series ckt) ঃ
১। একটিমাত্র সুইচ দ্বারা সার্কিটের সকল লোড নিয়ন্ত্রণ করা যায় ।
২। একটি বাতি বা লোড ফিউজ বা নষ্ট হয়ে গেলে সার্কিটের অন্যান্য বাতি বা
লোডগুলো অকেজো হয়ে পড়ে।
৩। সিরিজ সার্কিটে ভোল্টেজ-ড্রপ হয় বা ভোল্টেজ
ভাগ হওয়ায় কারণে সার্কিটের প্রতিটি বাতি বা লোড সামান্য ভোল্টেজ পায়, ফলে
লোডগুলো কাজ করতে পারে না।
প্যারালেল সার্কিট
(Parallel ckt) ঃ
১। প্রতিটি বাতি বা লোডকে পৃথক পৃথক সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করা যায় ।
২ । সার্কিটের একটি বাতি বা লোড ফিউজ বা নষ্ট হয়ে গেলেও অন্যান্য লোডগুলো
ঠিকমত কাজ করে।
৩ । প্রতিটি লোডে ভোল্টেজ ঠিক থাকে (অর্থাৎ প্ৰয়োগকৃত ভোল্টেজের সমান)
হেতু সবগুলো লোড ঠিকমত কাজ করে। সিরিজ ও প্যারালাল বর্তনীর মধ্যে পার্থক্যঃ
সিরিজ বর্তনী
|
প্যারালাল বর্তনী
|
১। প্রতিটি শাখার কারেন্টের মান সমান ।
I = I1 = I2 = I3 =.........................
|
১। প্রতি শাখার কারেন্টের যোগফল মোট কারেন্টের মানের সমান ।
I = I1 + I2 + I3 + .....................
|
২। প্রতিটি শাখার ভোল্টেজের মান মোট ভোল্টেজের সমান।
V = V1 + V2 + V3 + ....................
|
২। প্রত্যেক শাখার ভোল্টেজের মান সমান।
V = V1 = V2 = V3 = •••••••••••••••••
|
৩ । প্রতিটি শাখার রোধের মানের যোগফল মোট রোধের সমান ।
R = R1 + R2 + R3 + ....................
|
৩ । প্রতিটি শাখার রোধের মানের উল্টার যোগফল মোট রোধের উল্টার সমান ।
R = (1÷R1) + (1÷R2) + (1÷R3) +..
|
৪। একটি সুইচ দ্বারা সকল লোড নিয়ন্ত্রণ করা যায় ৷
|
৪ । প্রতিটি লোডের জন্য আলাদা সুইচ ব্যবহার করা হয়।
|
৫। একটি বাতি নষ্ট বা একটি লোড বিকল হলে লাইন বিচ্ছিন্ন হয়ে যায় ।
|
৫। একটি লোড নষ্ট হলে অন্যান্য লোড ঠিক থাকে।
|
৬। কারেন্ট কম প্রবাহিত হয় ।
|
৬। কারেন্ট বেশি প্রবাহিত হয়।
|
৭। ইহা শর্ট সার্কিট টেস্ট ও ওভার ভোল্টেজ প্রটেকশনে টেলিভিশনে ব্যবহৃত হয়।
|
৭। প্রত্যেক লোডে ভোল্টেজ সমান থাকে বলে ইহা বাসাবাড়িতে ব্যবহৃত হয় ।
|
প্রশ্ন ঃ
১। বৈদ্যুতিক
সার্কিট
কি?
বৈদ্যুতিক
সার্কিট
কত
প্রকার
এবং
কি
কি?
উত্তরঃ বিদ্যুৎ’এর উৎস,
পরিবাহী,
নিয়ন্ত্রন
যন্ত্র,
ব্যবহারযন্ত্র,
রক্ষণযন্ত্র
সমন্বয়ে
এমন
একটি
পথ
যার
মধ্য
দিয়ে
কারেন্ট
প্রবাহিত
হতে
পারে
তাকে
সার্কিট
বা
বর্তনী
বলে।
সার্কিটের উপাদান সমুহের
সংযোগের
ভিত্তিতে
সার্কিট
তিন
প্রকার।
যথাঃ
(i) সিরিজ সার্কিট (Series Ckt)
(ii) প্যারালাল সার্কিট (Parallel Ckt)
(iii) মিশ্র সার্কিট (Mixed Ckt)
২। সার্কিট
ডায়াগ্রাম
কি?
উত্তরঃ সার্কিট ডায়াগ্রাম
হল
সার্কিটের
বিভিন্ন
উপকরনের
চিহ্ন
সম্বলিত
এমন
একটি
চিত্র
রূপ
যা
দেখে
এর
উপকরণগুলো
কিভাবে
পরস্পর
যুক্ত
রয়েছে
তা
বুঝা
যায়
এবং
এদের
মান
সংক্ষেপে
ডায়াগ্রামে
উল্ল্যেখ
থাকে।