Application of Ohm's Law
বিষয়:বেসিক ইলেকট্রিসিটি
Part- 3
ওহমের সূত্রের
প্রয়োগ(Application of ohm's Law)ঃ
ওহমের সূত্র
(Ohm's Law) ঃ
(ক) কোন পরিবাহীর মধ্য দিয়ে সুষম উষ্ণতায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহীর দু' প্রান্তের বিভব (ভোল্টেজ) পার্থক্যের সমানুপাতিক।
(খ) অথবা কোন পরিবাহীর দুপ্রান্তের বিভব (ভোল্টেজ) পার্থক্য এবং উক্ত পরিবাহীর
মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের অনুপাত একটি ধ্রুব তবে শর্ত এই যে, ভৌত অবস্থাসমূহ
(অর্থাৎ তাপমাত্রা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।
কারেন্ট, ভোল্টেজ
এবং রেজিস্ট্যান্সের মধ্যেকার সম্পর্ক (The relation among ,currents, voltage and
resistance) ঃ
১৮২৬ খৃস্টাব্দে জার্মান বিজ্ঞানী ড. জর্জ সাইমন ওহম সর্বপ্রথম কারেন্ট, ভোল্টেজ
এবং রেজিস্ট্যান্সের মধ্যেকার সম্পর্ক নির্ণয় করেন । এই সম্পর্কটি ওহমের সূত্র(Ohms
Law) নামে পরিচিত। এই সূত্রটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ বিদ্যুৎ প্রযুক্তিতে এটা
আদি বা মূল সূত্র। এজন্য বলা হয়, ‘ohms Law is the mother of all laws.
ব্যাখ্যা ঃ
ab একটি পরিবাহী, Va ও Vb যথাক্রমে a ও b প্রান্তের ভোল্টেজ এবং I উক্ত পরিবাহী
দিয়ে প্রবাহিত কারেন্ট। ওহমের সূত্রানুযায়ী,
I ~( Va - Vb ).
I ~ V. [ মনে
করি, Va - Vb = V ]
একে নিলিখিতভাবেও প্রকাশ করা যায়-
V ~ I
V = I R
এখানে R একটি ধ্রুব এবং পরিবাহীর রেজিস্ট্যান্স, যা পরিবাহীর আকার-আকৃতি, তাপমাত্রা
এবং পদার্থের উপর নির্ভরশীল।
উপরোক্ত সূত্রটি নিলিখিতভাবেও লেখা যায়, যা (খ) নং -এ বর্ণিত সূত্রের মতঃ
( V/I ) =
R
এখানে V এবং I-এর অনুপাত R, একটি ধ্রুব।
সূত্রটি আবার এভাবেও লেখা যায়, যেমনঃ
I = ( V/R )
এই সম্পর্ক হতে ওহমের সূত্রটি এভাবে বলা যায় যে,
( কোন পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাএায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহীর দুপ্রান্তের
ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। )
ওহমের
সূত্রের সীমাবদ্ধতাসমূহ ঃ
১। তাপমাত্রা পরিবর্তনে। ওহমের সূত্র প্রযোজ্য নয় ।
২। AC তে ব্যবহৃত হয় না।
৩ । জটিল নেটওয়ার্কে এই সূত্র ব্যবহৃত হয় না।
৪ । যে সকল যন্ত্রসমূহের আউটপুট সরলরৈখিক নয়, উহাদের ক্ষেত্রে এই সূত্র
প্রযোজ্য নয়, যেমন- ডায়োড, ফেট, ট্রানজিস্টর ।
৫। পরিবাহীর রোধের পরিবর্তনে এই সূত্র প্রযোজ্য নয়। ।
ওহমের
সূত্রের ব্যবহারসমূহ ঃ
১। DC সার্কিটের সমাধান কল্পে ব্যবহৃত হয় ।
২। যে-কোন সরল বর্তনীতে কারেন্টের হিসাব করতে ব্যবহৃত হয় ।
৩। DC তে তারের সাইজ বের
করতে ।